মাথার ত্বকের জন্য উপকারী সেরাম

0
671

ভালোমতো পরিষ্কারের পরেও অনেক সময় মাথা চুলকায়। সাধারণত মাথার ত্বক শুষ্ক হলে বিরক্তিকর এই সমস্যা দেখা দিতে পারে। সমাধানের জন্য বেছে নেওয়া যায় ‘স্ক্যাল্প সেরাম’।

আমাদের দেশে এই ধরনের সেরাম কম পাওয়া যায়। আর যেগুলো আছে সেগুলোর দামও কম না। তাই মাথার ত্বকের আরামের জন্য নিজেই তৈরি করে নিতে পারেন সেরাম।

সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে জানানো হল বিস্তারিত।

পিএইচয়ের ভারসাম্য রক্ষা, খুশকি দূর ও মাথার ত্বক সুস্থ রাখতে এই ধরনের  সেরাম বেশ ভালো কাজ করে।

সিট্রাস কন্ডিশনিং ট্রিটমেন্ট

উপকরণ: এক টেবিল-চামচ কোল্ডপ্রেস্ড খাঁটি নারিকেল তেল। দুই টেবিল-চামচ তাজা অ্যালো ভেরার জেল। দুই টেবিল-চামচ তাজা লেবুর রস। এক টেবিল-চামচ আঙুরের রস। চার ফোঁটা কমলার এসেনশল অয়েল।

পদ্ধতি: দুই টেবিল-চামচ তাজা অ্যালো ভেরার জেল একটা বাটিতে নিয়ে ভালো মতো ফেটে নিন।

এরপর কোল্ড-প্রেস্ড নারিকেল তেল ভালো মতো মিশিয়ে দুই টেবিল-চামচ লেবুর রস দিন। শেষে আঙ্গুরের রস যোগ করতে হবে।

খুশকির সমস্যা দূর করতে তিন চার ফোঁটা কমলার এসেনশল অয়েল তেল যোগ করতে পারেন। কাচের বোতলে এই সেরাম সংরক্ষণ করা যায়। ব্যবহারের সময় ড্রপার ব্যবহার করতে হবে।

ব্যবহার পদ্ধতি

চুল কয়েকটি ভাগে ভাগ করে কয়েক ফোঁটা সেরাম নিয়ে মাথার ত্বকে মালিশ করুন। এভাবে কয়েকবার সম্পূর্ণ মাথা ত্বকে সেরাম মালিশ করতে হবে। চুল ধোয়ার আগের দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এটা ব্যবহার করতে পারেন। সময় না থাকলে চুল ধোয়ার এক ঘণ্টা আগেও এই সেরাম ব্যবহার করা যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে