মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা এপ্রিলে

0
847

দেশের মেডিকেল কলেজগুলোয় ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ২ এপ্রিল। ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটগুলোয় ভর্তি পরীক্ষা নেওয়া হবে ৩০ এপ্রিল। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সম্প্রতি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব গতকাল বলেন, ১১ ফেব্রুয়ারি এমবিবিএস কোর্সে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। চলবে ১ মার্চ পর্যন্ত। এ ছাড়া বিডিএস কোর্সের আবেদন শুরু হবে ২৭ মার্চ। ১৫ এপ্রিল পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে। শিগগিরই এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি জাতীয় দৈনিকে প্রকাশিত হবে। জানা গেছে, দেশের সরকারি ৩৭ মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তিযোগ্য আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি। বেসরকারি ৭০টি মেডিকেল কলেজে রয়েছে ৬ হাজার ৩৪০টি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে