“জয় হোক মানবতার । স্যালুট সকল করোনা যোদ্ধাদের”। ” “ডা. এম ইয়াছিন আলী” মহোদয়কে “করোনা যোদ্ধা” ময়ূরপঙ্খী গ্লোবাল অ্যাওয়ার্ড সম্মাননায় ভূষিত করা হয়েছে ।
করোনাকালিন সময়ে মানবিক কাজ ও সচেতনতামূলক কার্যক্রমে অসামাণ্য অবদান রাখায় বাংলাদেশ থেকে সম্মানিত চিকিৎসক, মানবিক ব্যক্তি ও বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সম্মানিত চেয়ারম্যান ও প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিওথেরাপি বিভাগের প্রধান – “ডা. এম ইয়াছিন আলী” মহোদয়কে “করোনা যোদ্ধা” ময়ূরপঙ্খী গ্লোবাল অ্যাওয়ার্ড সম্মাননায় ভূষিত করা হয়েছে ।
ময়ূরপঙ্খীর অফিসিয়াল ফেসবুক পেইজে এক ফেসবুক স্ট্যাটাসে এমন তথ্য নিশ্চিত করেছে।
মানবতার কল্যাণে নিবেদিত আন্তর্জাতিকভাবে স্বীকৃতপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “ময়ূরপঙ্খী শিশু কিশোর সমাজকল্যাণ সংস্থা” (গভঃ রেজিঃ নং: ঢ-০৯৫৮৭)।