রান্না করার সময় অসাবধানতাবশত ত্বক পুড়ে যেতে পারে। এই পোড়া যদি গুরুতর না হয়, তবে তাৎক্ষণিক আরাম এবং চিকিৎসার জন্য ঘরোয়া কিছু পদ্ধতি ব্যবহার করতে পারেন। এতে ভালো ফল পাবেন।
১. ক্ষত স্থানে অ্যালোভেরার জেল ব্যবহার করতে পারেন। অল্প ছেঁকা লাগলে পুদিনাপাতার রস লাগাতে পারেন।
২. ক্ষত স্থানে আঘাত ও কোনো ধরনের ময়লা যেন না লাগে সে জন্য পোড়া জায়গা ঢেকে রাখুন। গজকাপড়ের ব্যান্ডেজ বা সুতি কাপড় ব্যবহার করুন।
৩. পোড়া স্থানে জামাকাপড় লেগে থাকলে তা সাবধানে সরিয়ে ফেলুন। এর পর ঠাণ্ডা পানি ১৫-২০ মিনিট পর্যন্ত পোড়া জায়গায় লাগান। কিছুতেই বরফ লাগাবেন না।
৪. পুড়ে যাওয়া ত্বকে ফোসকা পড়লে কখনই খোঁচাবেন না। এতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবং প্রদাহ দেখা দিতে পারে।
৫. অতিরিক্ত পুড়ে গেলে প্রাথমিক চিকিৎসার শেষে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।