রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ। সোমবার বেলা ১২টা। প্রধান গেটে প্রবেশ করেই রামেক হাসপাতালের পরিবেশটা একটু ভিন্নরকম মনে হলো। গেট থেকে ভিতরের সব পয়েন্টে পয়েন্টে আনসার ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। হাসপাতালের টিকিট কাউন্টার ও চিকিৎসকদের বিভিন্ন বিভাগের গেটে লাইন ধরে সেবা নিচ্ছে রোগী-স্বজনরা। ঘন ঘন পুলিশি অভিযানে রোগী ধরা দালালদের উৎপাত কমেছে। গত ১৩ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত রাজপাড়া থানা ২৪ দালালকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়েছে। এ ছাড়াও গোয়েন্দা পুলিশ ও র্যাব সদস্যরা দালালদের বিরুদ্ধে পোশাকি ও ছদ্মবেশে অভিযান অব্যাহত রেখে চলেছে। সরেজমিন দেখা গেছে, পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে অনেকে পরীক্ষার ওয়ার্ডগুলো চিনতে না পারায় চিকিৎসক ও দায়িত্বরত আনসার, পুলিশ সদস্যদের কাছে জেনে নিচ্ছেন।
কিন্তু গত কয়েক দিন আগেও হাসপাতালের এসব পয়েন্টে দালালদের দেখা গেছে। তারা ইচ্ছামতো রোগী-স্বজনদের প্রতারণার ফাঁদে ফেলে হয়রানি করত। কিন্তু এখন ভিন্ন চিত্র। নেই দালালদের তেমন বিচরণ। তবে হাতে গোনা কয়েকজন দালালকে দূরে থেকে তাদের কাজ করতে দেখা গেছে।