রামেক হাসপাতালে কমছে দালালের উৎপাত

0
609

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ। সোমবার বেলা ১২টা। প্রধান গেটে প্রবেশ করেই রামেক হাসপাতালের পরিবেশটা একটু ভিন্নরকম মনে হলো। গেট থেকে ভিতরের সব পয়েন্টে পয়েন্টে আনসার ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। হাসপাতালের টিকিট কাউন্টার ও চিকিৎসকদের বিভিন্ন বিভাগের গেটে লাইন ধরে সেবা নিচ্ছে রোগী-স্বজনরা। ঘন ঘন পুলিশি অভিযানে রোগী ধরা দালালদের উৎপাত কমেছে। গত ১৩ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত রাজপাড়া থানা ২৪ দালালকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়েছে। এ ছাড়াও গোয়েন্দা পুলিশ ও র‌্যাব সদস্যরা দালালদের বিরুদ্ধে পোশাকি ও ছদ্মবেশে অভিযান অব্যাহত রেখে চলেছে। সরেজমিন দেখা গেছে, পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে অনেকে পরীক্ষার ওয়ার্ডগুলো চিনতে না পারায় চিকিৎসক ও দায়িত্বরত আনসার, পুলিশ সদস্যদের কাছে জেনে নিচ্ছেন।

কিন্তু গত কয়েক দিন আগেও হাসপাতালের এসব পয়েন্টে দালালদের দেখা গেছে। তারা ইচ্ছামতো রোগী-স্বজনদের প্রতারণার ফাঁদে ফেলে হয়রানি করত। কিন্তু এখন ভিন্ন চিত্র। নেই দালালদের তেমন বিচরণ। তবে হাতে গোনা কয়েকজন দালালকে দূরে থেকে তাদের কাজ করতে দেখা গেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে