রামেক হাসপাতালে করোনা ইউনিটে ২ জনের মৃত্যু

0
274
Spread the love

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় দু’জনের মৃত্যু হয়েছে। সোমবার (৮ আগস্ট) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তিরা হলেন- নওগাঁর ভুত্তলিয়া এলাকা তৈবুর রহমান (৯০) ও পাবনার আমিরপুরের সামশুল ইসলাম (৬০)।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে সামশুল ইসলাম করোনা সংক্রমণে মারা গেছেন। তিন দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। অন্যদিকে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন তৈবুর রহমান। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১০ দিন।

উল্লেখ্য, রবিবার (৭ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাবে রাজশাহীর ৩১টি নমুনা পরীক্ষা হয়েছে। করোনা শনাক্তের হার ৩ দশমিক ২৩ শতাংশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে