রোনালদিনিয়ো করোনাভাইরাসে আক্রান্ত

0
780
রোনালদিনিয়ো
Spread the love
ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক ফরোয়ার্ড রোনালদিনিয়োর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে তিনি ‘ভালো আছেন’ এবং তার মধ্যে ‘কোনো উপসর্গ নেই’।

ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় রোববার নিজেই খবরটি দেন বার্সেলোনার সাবেক এই তারকা ফুটবলার।

“গতকাল থেকে আমি বেলো হরিজন্তেতে আছি। এখানে একটি ইভেন্টে অংশ নিতে এসেছিলাম। আমি পরীক্ষা করিয়েছি এবং পজিটিভ এসেছে। আমি ভালো আছি, উপসর্গ নেই।”

দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে আশাবাদী ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী এই তারকা।

জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে ঢোকায় সম্প্রতি খবরের শিরোনাম হয়েছিলেন রোনালদিনিয়ো। এজন্য দেশটিতে পাঁচ মাসেরও বেশি সময় বন্দি থাকার পর গত অগাস্টে মুক্তি পান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে