সব রোগীকে সমান গুরুত্ব দিয়ে চিকিৎসা দিতে হবে : বিএসএমএমইউ উপাচার্য

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, ‘সব রোগীকে সমান গুরুত্ব দিয়ে চিকিৎসা দিতে হবে।’

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের এ ব্লকে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে জাতির পিতা কর্তৃক ‘রক্ত পরিসঞ্চালন বিভাগের উদ্বোধনের ৫০ বছর পূর্তি’ উপলক্ষে শ্রদ্ধা নিবেদনকালে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. শারফুদ্দিন আহমেদ আরও বলেন, ‘মনে রাখতে হবে, জনগণের ট্যাক্সের টাকায় চিকিৎসক, নার্সরা পড়াশোনা করে বর্তমানে এ অবস্থানে এসেছেন। তাই রোগীরা যখন আপনাদের কাছে সেবা নিতে আসে তখন সবাইকে সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা দিতে হবে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইপিজিএমআরে রক্ত পরিসঞ্চালন বিভাগ উদ্বোধনকালে বলেছিলেন, ‘চিকিৎসকদের শুধু শার্ট প্যান্ট পরা রোগীদের সেবা দিলেই হবে না। লুঙ্গি পরা রোগীদেরও সেবা দিতে হবে। যার পোশাক নাই তাদেরও চিকিৎসা দিতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আসাদুল ইসলাম ওল্যাবরেটোরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবব্রত পাল।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইপিজিএমআরে ১৯৭২ সালে ৮ অক্টোবর প্রথম রক্ত পরিসঞ্চালন বিভাগ উদ্বোধন করেন বঙ্গবন্ধু। এটিই ছিল স্বাধীন বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *