হাসপাতাল ঘুরে বেড না পেয়ে অ্যাম্বুলেন্সে মৃত্যু

0
852

ভারতের উত্তর প্রদেশ কানপুরের বাসিন্দা কুনাল জিত সিংহ (৫৮) শুক্রবার (১৬ এপ্রিল) চার হাসপাতাল ঘুরে বেড না পেয়ে অ্যাম্বুলেন্সে মৃত্যুবরণ করেন। যদিও কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে কিন্তু হাসপাতালে বেড খালি না থাকায় অ্যাম্বুলেন্সেই মারা যাচ্ছেন রোগীরা।

মৃত কুনাল জিত সিংহের ছেলে নীরঞ্জন পাল সিং বলেন, ‘দিনটি আমার জন্য খুবই হৃদয়বিদারক ছিল। আমি বিশ্বাস করি, যদি আমার বাবা সঠিক সময়ে চিকিৎসা পেতেন তাহলে তিনি বেঁচে যেতেন। কিন্তু পুলিশ, স্বাস্থ্যকর্মীরা বা সরকার কেউই আমাদের সাহায্য করেনি।’

উত্তর প্রদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৫১ হাজার ৬২০ জন। মারা গেছেন ৯ হাজার ৮৩০ জন। করোনার প্রথম ঢেউয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও, এর দ্বিতীয় ঢেউয়ে রাজ্যটি মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

সূত্র: বিবিসি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে