হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে রিজভী হাসপাতালে

0
853

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান আজ মঙ্গলবার দুপুরের দিকে প্রথম আলোকে এই তথ্য জানান।

শায়রুল কবির খান বলেন, দুপুর একটার দিকে রুহুল কবির রিজভী হৃদ্‌রোগে আক্রান্ত হন। এ সময় তিনি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছিলেন।

বিএনপির সূত্র জানায়, হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর রুহুল কবির রিজভীকে প্রথমে কাকরাইলের ইসলামি ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে সেখান থেকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।

শায়রুল কবির খান বলেন, রুহুল কবির রিজভী এখন ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।

সাবেক ছাত্রনেতা রিজভী ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন।

সূত্রঃ প্রথম আলো

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে