২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩১০ ডেঙ্গু রোগী

0
255
dengue virus
Spread the love

দেশে গত ২৪ ঘণ্টায় ৩১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে গত দুই সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছেন সাড়ে ৭ হাজার জন। এ সময়ে ২৮ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ১৯৭ জনই ঢাকার। দেশের বিভিন্ন প্রান্তের রয়েছে ১১৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ৭১৫ জন চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৯১৬ ও বাইরে ৭৯৯ জন।
চলতি বছরে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২৩ হাজার ৫৯২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। সুস্থ হয়েছেন ২০ হাজার ৭৯৪ জন। আর মারা গেছেন ৮৩ জন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে