৬ ফার্মেসিতে অভিযান ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

0
841

৬ ফার্মেসিতে অভিযান ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
রাজধানীর কাজীপাড়ায় অভিযান চালিয়ে নকল ও নিম্নমানের পালস অক্সিমিটার এবং রেজিস্ট্রারবিহীন ওষুধ রাখার অভিযোগে ৬ ফার্মেসিকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কাজীপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। এ সময় ওষুধ প্রশাসন অধিদফতরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিদর্শক নাহিন আল আলম ও মওদুদ আহমেদ। নাহিন আল আলম জানান, পালস অক্সিমিটার দিয়ে করোনা রোগীদের অক্সিজেন মাপা হয়। রেজিস্ট্রেশনবিহীন পালস অক্সিমিটার পাওয়া গেছে, যেটা নকল ও নিম্নমানের। এর কারণে ভুল ফল আসে।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে