আলঝেইমার্সের চিকিৎসার বিষয়ে গবেষণায় অগ্রগতি

0
285
Spread the love

আলঝেইমার্সের চিকিৎসায় যেসব প্রচলিত ওষুধ ব্যবহার করা হয় তাতে উপসর্গগুলো নিরাময়ের চেষ্টা করা হয়। কিন্তু মূল ব্যাধির চিকিৎসায় তা খুব একটা কাজে আসে না। আলঝেইমার্সের চিকিৎসায় প্রথমবারের মতো ‘গুরুত্বপূর্ণ’ ও ‘ঐতিহাসিক’ সাফল্য পাওয়ার দাবি করেছেন গবেষকরা। তাদের দাবি, ‘লেকেনম্যাব’ (lecanemab) আলঝেইমার্সের চিকিৎসায় কার্যকরী ভূমিকা রাখতে পারে।

লেকেনম্যাব নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় ইতিবাচক ফল পাওয়ায় এটিকে আলঝেইমার্সের চিকিৎসায় নতুন যুগের শুরু হিসেবে দেখা হচ্ছে। কারণ গবেষকরা ধারণা করছেন, এখন আলঝেইমার্সের চিকিৎসাও সম্ভব। যদিও মানুষের দৈনন্দিন জীবনযাপনে ওষুধটির ভূমিকা নিয়ে এখনো বিতর্কের সুযোগ রয়েছে, এটি প্রভাবও খুব একটা বেশি নয়।

লেকেনম্যাব আলঝেইমার্সের প্রাথমিক পর্যায়ে কাজ করে। তাই অনেকেই হয়তো এই ওষুধের সুফল পাবেন না বলে ধারণা করা হচ্ছে।

লেকেনম্যাব হচ্ছে অ্যান্টিবডি। এটা বেটা এমিলয়েড নামের প্রোটিনকে আক্রমণ করে। এই এমিলয়েড আলঝেইমার্স আক্রান্ত ব্যক্তির মস্তিস্কের স্নায়ুকোষের মাঝে জমাট বেঁধে থাকে।

 

সূত্র : বিবিসি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে