স্থগিতাদেশ প্রত্যাহার করে যখন ইউরোপের বিভিন্ন দেশ অক্সফোর্ড-অ্যাস্টাজেনেকার টিকা প্রয়োগ ফের শুরু করছে, তখন একই অভিযোগে করোনাভাইরাসের ওই টিকা প্রয়োগ বন্ধ করে দিল ফিনল্যান্ড।
শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় অক্সফোর্ডের টিকা প্রয়োগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। ফিনল্যান্ডও রক্তে জমাট বাঁধার অভিযোগে তুলেছে এই টিকার বিরুদ্ধে। খবর আনাদোলু এজেন্সির।
ফিনিশ স্বাস্থ্য ও জনকল্যাণ সংস্থা জানিয়েছে, ফিনল্যান্ডে অক্সফোর্ডের টিকা নেওয়ার পর ২ জন ব্যক্তির শরীরে রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটে। এরপরই তারা এই টিকা প্রয়োগ আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছে। রক্ত জমাট বাঁধার বিষয়টি নিয়ে তারা আরও বিস্তারিত পর্যালোচনা ও গবেষণা চালাবে ফিনল্যান্ড। কিন্তু তার আগে সতর্করাস্বরূপ অক্সফোর্ডের টিকা প্রয়োগ বন্ধ করে দিয়েছে ফিনল্যান্ড।
এদিকে ফিনল্যান্ডের পাশাপাশি সুইডেন, নরওয়ে ও ডেনমার্কেও অক্সফোর্ডের তৈরি টিকা প্রয়োগ বন্ধ থাকবে।