করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২১৪

corona

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এসময় আরও ২১৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮০৬টি নমুনা পরীক্ষা করে এই ২১৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। আগের দিন বুধবার ১৯৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।

নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে বৃহস্পতিবার আবার পাঁচ শতাংশের নিচে নেমেছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৪৫ শতাংশ। আগের দিন শনাক্তের হার ৫ দশমিক ০৯ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৮ হাজার ২৮২ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ৩১০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জন করোনা রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫০ হাজার ৩৭ জন।

নতুন শনাক্ত ২১৪ জনের মধ্যে ১৫১ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৪০ জেলায় গত এক দিনে কোনো নতুন রোগী ধরা পড়েনি।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *