কোলন ক্যানসার নিয়ে সুখবর দিলেন বিজ্ঞানীরা

cancer

কোলন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের সহজ উপায় খুঁজে পেয়েছেন অস্ট্রেলিয়ান জাতীয় বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী।

তারা ‘কেইউ ৭০’ নামে একটি বিশেষ প্রোটিনের খোঁজ পেয়েছেন। প্রোটিনটি একটি সুইচের মতো কাজ করে। এই সুইচ কোষের ডিএনএ-কে অন বা অফ করে দিতে পারে।

বিজ্ঞানীরা বলেছেন, নতুন আবিষ্কৃত প্রোটিনটি নষ্ট হয়ে যাওয়া ডিএনএকে চিনে বের করতে পারে। তারপর সেই ডিএনএ’কে নিস্ক্রিয় করে দেয়। অথবা নষ্টও করে দিতে পারে। এর ফলে কোলন ক্যানসারের আশঙ্কা অনেকটাই কমে যায়।

বেশ কিছু গবেষণায় দেখা গেছে, ক্যানসারের মূল কারণ এই নষ্ট হওয়া ডিএনএ। এটিই কোষকে ক্যানসারাস করে তোলে। এই ডিএনএকে খুঁজে বের করে নষ্ট করে দিতে পারলেই মারণব্যাধি এড়ানো যায়‌‌। ফলে ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমে যায়।

সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ান জাতীয় বিশ্ববিদ্যালয়ের গবেষক সি মিং ম্যান বলেন, এই প্রোটিন আমাদের শরীরেই থাকে। আমাদের রোগপ্রতিরোধ ক্ষমতার অংশ এই বিশেষ প্রোটিন। তবে তার পরিমাণ কতটা রয়েছে, তা দেখা জরুরি। কারণ, এর পরিমাণ কম হলে রোগের ঝুঁকি বেড়ে যাবে। তাই একজনের কোলন ক্যানসারের ঝুঁকি কতটা রয়েছে তা জানতে কেইউ ৭০ প্রোটিনের পরীক্ষা করা জরুরি। সেটার পরিমাণই বলে দেবে ক্যানসারের ঝুঁকি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *