জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা করোনায় আক্রান্ত হয়েছেন। আজ রবিবার তার অফিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। জাপানের মন্ত্রিসভার একজন মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী শনিবার থেকে জ্বর ও কাশিতে ভুগছিলেন। রবিবার তিনি একটি পিসিআর টেস্ট করান। এতে তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।
দীর্ঘ ছুটি কাটিয়ে সোমবার থেকে অফিস করার কথা ছিল কিশিদার। সম্প্রতি জাপানে আবারও করোনার সংক্রমণ বেড়েছে। তবে বিশ্বের অন্যান দেশের দেশের তুলনায় জাপানে করোনায় মৃত্যুর সংখ্যা কম ছিল। এদিকে, সাম্প্রতিক সময়ে জাপানে করোনাভাইরাসের সংক্রমণ অনেক বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে দেশটি।
এই সময়ের মধ্যে মারা গেছেন ২৮৩ জন। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন দুই লাখ ৫৫ হাজার ৮১০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক কোটি ৬৬ লাখ ৭৮ হাজার ৮৬৩ জনে। তাদের মধ্যে মারা গেছেন ৩৬ হাজার ৫১৭ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ৪৬ লাখ ৮৫ হাজার ২৬৫ জন।
সূত্র : দ্য জাপান টাইমস ও সিনহুয়া।