টিকা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে চাই : স্বাস্থ্যমন্ত্রী

0
600
Spread the love

দেশেই করোনার টিকা উৎপাদনের ক্ষেত্রে ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড সার্বিক সক্ষমতার দিক দিয়ে একধাপ এগিয়ে রয়েছে। টিকা উৎপাদনের জন্য সিড, বাল্ক আনার অনুমোদনসহ সহায়তা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। আমরা দেশেই টিকায় স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাই।’ দেশের প্রথম জীবন রক্ষাকারী আন্তর্জাতিক মানসম্পন্ন টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের প্লান্ট বৃহস্পতিবার পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বেনজীর আহমেদ, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির। বিজ্ঞপ্তি

আবদুল মুক্তাদির বলেন, বর্তমানে এ প্রতিষ্ঠানের বার্ষিক সিঙ্গেল ডোজ টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে ১.২ বিলিয়ন। আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের বিভিন্ন অনুমোদন নিয়ে ভ্যাকসিনের সিড, বাল্ক পেলে দেশেই অতিদ্রুত টিকা উৎপাদন করা সম্ভব। বিজ্ঞপ্তি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে