গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮৮৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ ২৭৯ জন। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার ২৮ মাস পর করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ছাড়াল।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারি হিসেবে করোনা আক্রান্ত হয়ে ২৯ হাজার ২৫৬ জনের মৃত্যু সংবাদ দিল স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ১০টি নমুনা পরীক্ষা করে ৮৮৪ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা রোগী শনাক্তের হার ছিল ৯ দশমিক ৮১ শতাংশ। বুধবার এই হার ছিল ১২ দশমিক ২০ শতাংশ।
এ নিয়ে টানা ৩৫ দিন শনাক্তের হার ৫ শতাংশের ওপরে অবস্থান করছে। করোনার তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসার পর গত ১৬ জুন প্রথমবারের মতো নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৫ শতাংশ ছাড়ায়।
এদিকে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬০২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩১ হাজার ৪৯৪ জন।
প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাস প্রথম ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। একই বছরের ১৮ জুন করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়ায় । প্রথম রোগী শনাক্তের ১৬ মাস পর ২০২১ সালের ৯ জুলাই ১০ লাখ ছাড়িয়ে যায় শনাক্ত রোগীর সংখ্যা।
গত ১১ ফেব্রুয়ারি রোগী শনাক্তের সংখ্যা ১৯ লাখ ছাড়ায়। ৫ মাস পর এক লাখ রোগী বেড়ে ২০ লাখ ছাড়াল। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।