প্রথম ক্যানসার স্বেচ্ছাসেবী সম্মেলন ২০২৩

বিশ্ব ক্যানসার দিবস ২০২৩ উপলক্ষে ক্যানসার স্বেচ্ছাসেবীদের নিয়ে গত শুক্রবার ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে প্রথম ক্যানসার স্বেচ্ছাসেবী সম্মেলন ২০২৩। ক্যানসার এওয়ারনেস ফাউন্ডেশন অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই সম্মেলনে সারা দেশ থেকে আগত প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।

সম্মেলনে ক্যানসারের কারণ, লক্ষণ, স্ক্রিনিং, ক্যানসার প্রতিরোধ, ক্যানসার রোগীদের সেবা ও কমিউনিটি ভলান্টারিং-এর নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মেডিকেল ছাত্রছাত্রীদের নিয়ে সংগঠন বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি (বিএমএসএস) এই সম্মেলনের ইয়ুথ এনগেজমেন্ট পার্টনার হিসেবে অংশগ্রহণ করে।

ক্যানসার এওয়ারনেস ফাউন্ডেশন অফ বাংলাদেশের মহাসচিব ও ক্যানসার প্রতিরোধ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মাসুমুল হক জানান, এই সম্মেলনে সর্বস্তরের কমিউনিটি ভলান্টিয়ারদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যা ক্যানসার প্রতিরোধ ও প্রতিকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ক্যানসার নিয়ে দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নানা ধরনের কাজ করে চলেছে, তবে তা অপ্রতুল ও বিক্ষিপ্ত, আর এক্ষেত্রে প্রয়োজন সমন্বয়।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যানসার বিশেষজ্ঞ, বাংলাদেশ ক্যানসার সোসাইটি হাসপাতালের পরিচালক ও ক্যানসার এওয়ারনেস ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা .এম এ হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলারোগ বিশেষজ্ঞ, মুক্তিযোদ্ধা, অধ্যাপক লতিফা শামসুদ্দিন।

ক্যানসার স্বেচ্ছাসেবীদের এই সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু রক্তরোগ ও ক্যানসার বিভাগের প্রধান অধ্যাপক জোহারা জামিলা খান, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক বিভাগীয় চেয়ারম্যান ও মেডিকেল অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা সারওয়ার আলম, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালের ক্যানসার রোগতত্ত্ব বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। এছাড়াও সম্মেলনে খ্যাতনামা ক্যানসার বিশেষজ্ঞ, ক্যানসার প্রতিরোধ বিশেষজ্ঞ, ক্যানসার সার্ভাইভার, সমাজকর্মী ও ব্যক্তিবর্গ উপস্থিত থেকে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *