ফরিদপুরে ডেঙ্গু জ্বরে নারীর মৃত্যু

dengue

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে তিনি মারা যান। নিহত ওই রোগীর নাম ফরিদা বেগম (৫৫)। তিনি জেলার মধুখালী উপজেলার বনমালিদিয়া গ্রামের আবুল হোসেনের স্ত্রী।

এনিয়ে ফরিদপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেল।

ডেঙ্গুতে রোগীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৪ আগস্ট ফরিদা বেগম হাসপাতালে ভর্তি হন। রবিবার ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ৮৯ জন ভর্তি হয়েছেন। এনিয়ে বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ২৮১ জন চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *