মাঙ্কিপক্সের নাম পরিবর্তনের উদ্যোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

0
422
Spread the love

‘‘মাঙ্কিপক্সের’’ (monkeypox) নাম পরিবর্তনের পরিকল্পনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ভাইরাসের নতুন নামও মনোনীত করেছে সংস্থাটি। নতুন নাম রাখা হতে পারে “এমপক্স’’ (MPOX) । নাম পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট তিনজন ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পলিটিকো। খুব শীঘ্রই এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

পলিটিকো জানিয়েছে, মূলত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্রমবর্ধমান চাপের কারণেই নাম পরিবর্তনের সিদ্ধান্তটি নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাষ্ট্র প্রশাসন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানিয়েছে, দ্রুত নাম পরিবর্তনের বিষয়ে পদক্ষেপ না নেওয়া হলে যুক্তরাষ্ট্র এ বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নেবে। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, এমন নামের কারণে কৃষ্ণাঙ্গ মানুষদের মধ্যে ভুল ধারণা তৈরি হতে পারে, টিকাদান কর্মসূচিও ব্যাহত হতে পারে।

জনস্বাস্থ্য বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক সমন্বয়ক হিসেবে কাজ করে। আন্তর্জাতিক পরিসরে স্বাস্থ্য খাতে জরুরি অবস্থা ঘোষণা, রোগের নামকরণ বিষয়ক সুপারিশ করে সংস্থাটি, যা পরে দেশগুলো গ্রহণ করে থাকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে