রাজধানীতে কলেরার টিকাদান কর্মসূচি

রাজধানীর ৫ এলাকায় কলেরার টিকাদান কর্মসূচি চলছে। চলবে আগামী ২ জুলাই পর্যন্ত। সোমবার সকাল থেকে রাজধানীর যাত্রাবাড়ী, সবুজবাগ, মিরপুর, মোহাম্মদপুর ও দক্ষিণখান এলাকার এক বছরের বেশি যেকোনো মানুষকে এই মুখে খাওয়ার টিকা দেওয়া হচ্ছে। ১৪ দিন পর এ টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে। এবার ২৩ লাখ মানুষকে কলেরার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।

রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র জানিয়েছে, কলেরার টিকা কেনা ও টিকাদান কর্মসূচি বাস্তবায়নের আর্থিক সহায়তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর কর্মসূচি বাস্তবায়ন করছে আইসিডিডিআর,বি। রবিবার বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্ধৃতি দিয়ে রোগ নিয়ন্ত্রণ শাখা জানিয়েছে, এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার ৪৭টি দেশে প্রতিবছর কলেরার প্রকোপ দেখা দেয়। এর মধ্যে আটটি দেশে এক লাখের বেশি মানুষ আক্রান্ত হন, বাংলাদেশ এর মধ্যে অন্যতম। ২০২২ সালের এপ্রিল পর্যন্ত ঢাকা শহরে দুই লাখ ৬৬ হাজার মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে অনেকেই আক্রান্ত ছিলেন কলেরায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *