১০ দিনে টিকা নিয়েছেন সাড়ে ১৩ লক্ষাধিক মানুষ

0
968
Spread the love

দেশব্যাপি চলা করোনা ভাইরাসের গণটিকা কার্যক্রমের ১০ দিনে টিকা গ্রহণ করেছেন সাড়ে ১৩ লক্ষাধিক মানুষ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ১৩ লাখ ৫৯ হাজার ৬১৩ জন। এদের মধ্যে ৯ লাখ ২৩ হাজার ৫১৬ জন পুরুষ এবং ৪ লাখ ৩৬ হাজার ৯৭ জন নারী রয়েছেন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ৩ লাখ ৭৫ হাজার ৪৪৪ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ১ লাখ ৮১ হাজার ৫৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ৬০ হাজার ৬০৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩ লাখ ১৯ হাজার ৯৫৯ জন, রাজশাহী বিভাগে ১ লাখ ৫৩ হাজার ৬৮৩ জন, রংপুর বিভাগে ১ লাখ ১৭ হাজার ৪৪৫ জন, খুলনা বিভাগে ১ লাখ ৫৩ হাজার ১৮৫ জন, বরিশাল বিভাগে ৬৩ হাজার ৬৫৯ জন এবং সিলেট বিভাগে ১ লাখ ৫ হাজার ৬৩৬ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে