দুই ভুয়া চিকিৎসককে জেল-জরিমানা

0
969
Spread the love

ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

নাটোরে এক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে দুই ভুয়া চিকিৎসককে জরিমানা ও ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত শহরের কানাইখালি উত্তরবঙ্গ হেলথ কেয়ার সেন্টারে গতকাল অভিযান পরিচালনা করে। এ সময় হেলথ কেয়ার সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়। জানা যায়, কোনো অনুমোদন ছাড়াই পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দিয়ে আসছিল হেলথ কেয়ার সেন্টারটি। এ ছাড়া সেখানকার দুই ভুয়া চিকিৎসক মিজানুর রহমান ও হুমাইয়ারা আক্তার নিজেদের বিশেষজ্ঞ চিকিৎসক দাবি করে চিকিৎসা প্রদান করছিলেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমা খাতুন ভুয়া চিকিৎসক মিজানুর রহমানকে ৬ মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং হুমাইয়ারা আক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে