করোনায় ফের মৃত্যু, বাড়ল শনাক্ত

দেশে দুই মাস পর গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে ফের একজনের মৃত্যু হয়েছে। তার আগে গত ২৯ মার্চ করোনায় একজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৫১ জনে।

এদিকে, করোনায় শনাক্ত ফের বাড়তে শুরু করেছে। নতুন করে ১৯৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৯১১ জনে।

মঙ্গলবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ১২৮৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩০৬৬টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৪৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে সেরে উঠেছেন ৪২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৬ হাজার ৪৩৭ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৬ শতাংশ।

এর আগে গতকাল সোমবার করোনায় দুজনের মৃত্যু হয়। ৬৬ দিন পর করোনায় দুজন মারা যান গত ২ জুন। গত ২৮ মার্চ ভাইরাসটিতে একজনের মৃত্যু হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *