ডেঙ্গুতে আরেক চিকিৎসকের মৃত্যু

0
163
Spread the love

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরেক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তরুণ এই চিকিৎসকের নাম বায়েজিদ আহমেদ। বুধবার রাত ১১টা ১০ মিনিটে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫ চিকিৎসকের মৃত্যু হয়েছে। জানা গেছে, ডা. বায়েজিদ আহমেদ ছিলেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী। তিনি ডেঙ্গু হেমোরেজিক শক সিনড্রোমে আক্রান্ত হয়েছিলেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৫ চিকিৎসক মারা গেলেন। ডেঙ্গুতে মারা যাওয়া অন্য চিকিৎসকরা হলেন- ডা. শরীফা বিনতে আজিজ, ডা. আলমিনা দেওয়ান মিশু, ডা. এম আরিফুর রহমান ও ডা. ফাতেমা-তুজ-জোহরা রওনক।

এদিকে, গত বুধবার পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫০৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক লাখ ছয় হাজার ৪২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ৯৮ হাজার ৯৮ জন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে