রাজধানী ঢাকা শহরে প্রতি দশজনের একজন ইতিমধ্যে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক। কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ভাইরাসটি খুব তাড়াতাড়ি যাবে না। বৃহস্পতিবার বিশ্বব্যাংকের প্রকাশিত “” বিটেন অর ব্রোকেন? ইনফরম্যালিটি এন্ড কোভিড-১৯” শিরোনামে এক প্রতিবেদনে বলা হয়, ‘কভিড-১৯ রোগ থেকে ইতিমধ্যে যারা সেরে উঠেছেন তাদের ইমিউনিটি খুব একটা দৃঢ় মনে হচ্ছে না। দক্ষিণ এশিয়ায় মহামারী থেকে মুক্তির পথও অনিশ্চিত।’ এছাড়া ওই প্রতিবেদনে আরও জানানো হয় আসন্ন শীতকালে প্রতিদিনের সংক্রমণ এবং মৃত্যু হার বাড়ার মধ্য দিয়ে বাংলাদেশ করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় দফার সংক্রমণের আশঙ্কা রয়েছে।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৪৭৭ জনে। এ ছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৭৮ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৭৫ হাজার ৮৭০ জন করোনা রোগী। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৫৯৬ জন। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮৯ হাজার ৯১২ জন। সূত্রঃ সময় টিভিটিএমএসএস মেডিকেল কলেজে কৃত্রিম হাত পা সংযোজন সেন্টার উদ্বোধন
টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল ঠেঙ্গামারা বগুড়ায় শনিবার (১০ অক্টোবর) কৃত্রিম হাত,পা সংযোজন সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
ফিতা কেটে উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক শিরিন খান। উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব রমনা ঢাকার পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আশেকুল ইসলাম, টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম,উপ-নির্বাহী পরিচালক ডাঃ মোঃ মতিউর রহমান,স্বাস্থ্য সেক্টরের নির্বাহী উপদেষ্টা অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল,টিএমএসএস এর উপদেষ্টা মোঃ ইজার উদ্দিন প্রমূখ। উপস্থিত ছিলেন সমাজ সেবক ইয়াসমিন ইসলাম,সুমাইয়া ইসলাম,কৃত্রিম হাত,পা সংযোজন সেন্টারের কো-অডিনেটর,সহকারী অধ্যাপক ডাঃ মোঃ শাহারুল ইসলামসহ টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের বিভিন্ন বিভাগের ডাক্তার ও উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। অতিথিদের সামনে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশেনের মাধ্যমে কৃত্রিম হাত,পা সংযোজন সেন্টারের বিস্তারিত তুলে ধরেন সেন্টার প্রধান মোঃ আতাউর রহমান শফিক। অনুষ্ঠানে বক্তারা বলেন উত্তরবঙ্গে এই প্রথম কৃত্রিম হাত,পা সংযোজন সেন্টার চালু হলো। যার মাধ্যমে দুর্ঘটনায় বা অন্য কোন কারণে হাত,পা হারানো মানুষ খুব অল্প খরচে এখান থেকে কৃত্রিম অঙ্গ সংযোজন করতে পারবে।
উল্লেখ্য রোটারী ক্লাব অব রমনা ও তাদের আন্তর্জাতিক পার্টনার রোটারী ক্লাব অব ইলসান জায়েরো রিপাবলিক কোরিয়ার আর্থিক সহযোগীতায় এই কৃত্রিম অঙ্গ সংযোজন সেন্টার চালু করা হলো। এই সেন্টারে প্রথম দিন সড়ক দূর্ঘটনায় পা হারানো বিজয় রাজ নান্টুর কৃত্রিম পা সংযোজন করা হয়।
সূত্রঃ সংবাদ
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে উদ্ভাবিত মুক্তা চাষ ও মুক্তার ইমেজ ব্যবসায়িক সফলতার দিকে যাচ্ছে
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট পুকুরে মুক্তা চাষ উদ্ভাবনে সাফল্য অর্জনের পর থেকে দেশে বিভিন্ন অঞ্চলের খামারীরা এখন মুক্ত চাষ করে ব্যাপক লাভবান হচ্ছে। মুক্তা চাষের পাশপাশি এ মৎস্য ইনস্টিটিউট পুকুরে উদ্ভাবিত মুক্তা দিয়েই বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইমেজ তৈরীর প্রশিক্ষণও দিয়েছে বেশ কটি জেলা খামারীদের ।
বর্তমানে এই প্রশিক্ষণ প্রাপ্ত খামারীরা নিজ নিজ এলাকায় তাদের চাষকৃত মুক্তা দিয়ে বিভিন্ন ধরনের ইমেজ তৈরী করে বাজারজাত করেও লাভবান হচ্ছেন। তাদের দেখে এলাকার অন্যান্য খামারীরাও উৎসাহ পাচ্ছে মুক্তা চাষে। এসব কথা জানালেন শনিবার বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটেদুই দিন ব্যাপী উন্নত প্রশিক্ষণ নিতে আসা বিভিন্ন্ জেলার খামারীরা। সারা দেশে এমন প্রশিক্ষণ প্রাপ্ত অর্ধ শতাধিক খামারী রয়েছেন যারা নিয়মিত মুক্তা চাষ করে ও ইমেজ তৈরী করে লাভবান হচ্ছেন।
এই প্রশিক্ষণ নিতে এসে জিনাইদহের দেলোয়ার হোসেন তুফান শনিবার সংবাদকে জানান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে মুক্তা চাষ ও ইমেজ তৈরীর প্রশিক্ষণ নিয়ে তিনি নিজ এলাকায়“ দেলোয়ার পার্ল ” নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেছেন। তিনি পেশায় শিক্ষক হলেও মুক্তা চাষে তিনি এখন বেশী সময় দিচ্ছেন। এছাড়াও একটি জুয়েলারী দোকান দিয়ে তিনি মুক্তা প্রসেস করে বিভিন্ন গয়না তৈরী করে দেশে ছাড়াও বিদেশে রপ্তানী করছেন এবং অনলাইনেও বাজাজাত করছেন। তিনি জানান, মুক্তা ব্যবসার পাশপাশি মুক্তা চাষে আগ্রহী বিভিন্ন জেলার চাষীদের প্রশিক্ষণও দিয়ে থাকেন। তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে চাষীরাও মুক্তা চাষ করে লাভবান হচ্ছে। এছাড়াও এ ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দেশের ফেনী, নোয়াখালী, চাঁদপুর, বরিশাল, রাজবাড়ি, পিরোজপুর, যশোর, শেরপুর ও ব্রাহ্মনবাড়িয়াসহ ১৫টি জেলায় মুক্তা চাষ করে ইমেজ তৈরীর মাধ্যমে বাজারজাত করা হচ্ছে।
প্রশিক্ষণে অংশ গ্রহনকারী খামারীদের কাছ থেকে জানান যায়, মুক্তা চাষ ও মুক্তার ইমেজ তৈরী দেশে ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে এবং এটি একটি আলাদা ব্যবসায় পরিণত হচ্ছে। তবে বাজারজাত করণে তাদের বেশ সমস্যা হচ্ছে। এ ব্যাপারে তারা সরকারের পৃষ্ঠপোষকতা ও সহজ শর্তে ব্যাক ঋনের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ জানান, বাংলাদেশ এখন চীন ও জাপানের মতো মুক্তা চাষে সফলতার দিকে যাচ্ছে। দেশে বিভিন্ন জেলায় মুক্তা চাষে চাষীরা সফল হয়েছে। তাই খামারের পুকুরে উৎপাদিত মুক্তা বাজারজাত করণের লক্ষে প্রয়োজনীয় পরামর্শ দিতে ‘স্বাদুপানির ঝিনুকে মুক্তা উৎপাদন ও বাজারজাত করণ’ শীর্ষক দুইদিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এ প্রশিক্ষণে ১৫টি জেলার ২১ জন মুক্তা চাষী ও উদ্যোক্তা অংশ গ্রহন করেছেন।
সূত্রঃ সংবাদ
করোনার ভ্যাকসিন কেনার সকল কাজ সম্পন্ন হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
করোনার ভ্যাকসিন কেনার সকল কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত ২৬০ পাম্পযুক্ত গভীর নলকূপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শীতে করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে উল্লেখ করে এসময় বিয়ে, নানা ধরণের সভা-সমাবেশসহ সামাজিক দূরত বজায় রাখা ছাড়াও খেলাধুলাসহ অন্যান্য বিষয়াদি সীমিত আকারে করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, করোনার ভ্যাকসিন কেনার সকল কাজ সম্পন্ন হয়েছে। বিশ্ব ব্যাংকসহ সকল ব্যাংক ভ্যাকসিন ক্রয়ের টাকা দিতেও সম্মতি হয়েছে বলেও জানান তিনি।
এসময় জেলা প্রশাসক এস এম ফেরদৌস, সদর উপজেলা চেয়ারম্যান ইসরাসিন হোসেন, সদর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. কাবুল উদ্দিনসহ সদর উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ২৬০ জন সুবিধাভোগীর মাঝে একটি করে পাম্প যুক্ত গভীর নলকূপ বিতরণ করেন মন্ত্রী।
করোনার দ্বিতীয় ধাক্কায় আতঙ্কে আমেরিকানরা!
করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা ক্রমান্বয়ে তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার দেশটিতে ৫৮ হাজার ৫০০ জন আক্রান্ত এবং ৯০০ জন মারা যায়, যা মধ্য আগস্টের পর সর্বোচ্চসংখ্যক সংক্রমণের দিন।
দেশটির ৯টি স্টেটে উদ্বেগজনকভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে সিডিসি (সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন) উল্লেখ করেছে।
স্টেটগুলো হলো ইন্ডিয়ানা, মিজৌরি, মন্টানা, ওহাইয়ো, ওকলাহোমা, নিউ মেক্সিকো, নর্থ ডেকটা, ওয়েস্ট ভার্জিনিয়া এবং ওয়াইওমিং।
আলাস্কা, কলরাযো, আইডাহো, মিনেসোটা, সাউথ ডেকটা, ইউটাহ এবং উইসকনসিন স্টেটে লাগাতার সাত দিনব্যাপী সংক্রমণের হার বেড়েছে বলেও স্বাস্থ্য বিভাগীয় ফেডারেল প্রশাসন জানিয়েছে।
নিউইয়র্ক সিটির কুইন্স এবং ব্রুকলীনের কয়েকটি এলাকায় সংক্রমণের হার প্রতিদিনই বাড়ছে গত ১০ দিন যাবত। এ কারণে ৩০০টি স্কুল খোলার একদিন পরই পুনরায় বন্ধ ঘোষণা করা হয়েছে।
অত্যাবশ্যকীয় ব্যবসা-অফিস ছাড়া সবকিছু বন্ধ করা হয়েছে। রেস্টুরেন্টের ভেতরে ও বাইরে খাবারের অনুমতিও বাতিল করা হয়েছে। মসজিদ, মন্দির, চার্চ, সিনেগগে ১০ জনের বেশি লোকের সমাগম নিষিদ্ধ করা হয়েছে। সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে। এসব এলাকাসহ সমগ্র সিটিতেই সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে।
টহল পুলিশকেও সারাক্ষণ মাস্ক পড়তে বিশেষ নির্দেশ জারি করা হয়েছে। এসব নির্দেশ অমান্য করলেই মোটা জরিমানার শিকার হতে হবে বলে স্টেট গভর্নর অ্যান্ড্রু ক্যুমো হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। গভর্নরের এই নির্দেশের বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন জুইশ সম্প্রদায়ের লোকজন।
শুক্রবার আদালত জুইশদের আবেদন নাকচ করে দিয়ে বলেছেন যে, করোনাভাইরাসের কারণে স্বাস্থবিধি মেনে চলা জরুরি। তাই চার্চ-সিনেগগ অথবা ধর্মীয় চর্চাকেন্দ্রে লোক সমাগমের ওপর নির্দেশনাকে কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সংবিধানের পরিপন্থী ভাবার অবকাশ থাকতে পারে না।
মানুষের জীবন বাঁচাতে যা জরুরি সেটি অনুসরণ করতেই হবে।
জানা গেছে, নতুন রোগীর সংখ্যা এখনও জুলাইয়ের শেষের দিনগুলোর চেয়ে অনেক কম। সে সময় সারা আমেরিকায় দৈনিক গড়ে ৬৬ হাজারের অধিক মানুষ সংক্রমিত হয়। দৈনিক মৃত্যুর গড় সংখ্যাও অনেক কম। চলতি মাসের ৯ দিনে মৃত্যুর হার গড়ে দৈনিক ৭০০ জন।
প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প হাসপাতালে ভর্তির পরই আমেরিকায় সংক্রমণের হার বাড়তে শুরু করেছে। ট্রাম্প হাসপাতাল থেকে হোয়াইট হাউজে ফিরেই করোনাকে অবজ্ঞা করার মতো কথাবার্তা পুনরায় শুরু করেছেন। এমনকি শনিবার দুই হাজার আমেরিকান জড়ো করেছিলেন হোয়াইট হাউজের দক্ষিণ লনে। নির্বাচনে ভোট প্রার্থনার বক্তব্য দিয়েছেন। সে সময়ে কিছু মানুষ মাস্ক পরলেও সামাজিক দূরত্ব বজায় রাখেননি একজনও। এর ফলে আবারও করোনা সংক্রমণের আশঙ্কা করছেন স্বাস্থ্যবিজ্ঞানীরা। চিকিৎসকের পরামর্শ-উপদেশ অবজ্ঞা করে নির্বাচনী প্রচারণায় নামার ঘোষণাও দিয়েছেন ট্রাম্প।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন
জনগণের মানসিক স্বাস্থ্য উন্নয়নে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার মানসিক স্বাস্থ্যসেবাসহ সকল ধরনের স্বাস্থ্যসেবা জনগণের কাছে পৌঁছে দিতে এবং আপামর জনগোষ্ঠীর মানসিক স্বাস্থ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে।
মানসিক স্বাস্থ্যসেবার অবারিত সুযোগ সৃষ্টিতে আরও মনোযোগী হতে সংশ্লিষ্ট সবার প্রতিও আহ্বান জানান তিনি।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে এ আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গণমুখী স্বাস্থ্যনীতি প্রণয়ন করে বাস্তবায়ন করে যাচ্ছে। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁঁছে দিতে সারাদেশে স্থাপন করা হয়েছে কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। এসব সেবাকেন্দ্র থেকে দরিদ্র মানুষ বিনামূল্যে ৩০ পদের ওষুধ পাচ্ছে।
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযথভাবে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২০’ উদযাপন করা হচ্ছে জেনে তিনি আনন্দিত এবং দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সবার জন্য মানসিক স্বাস্থ্য : অধিক বিনিয়োগ, অবাধ সুযোগ’ যথাযথ হয়েছে বলে মনে করেন।
শেখ হাসিনা বলেন, শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উন্নয়ন উন্নতজীবন ও সুখী-সমৃদ্ধ দেশ গড়ার জন্য অপরিহার্য। এ লক্ষ্যে আমাদের সরকার ২০০১ সালে ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল প্রতিষ্ঠা করে, যা ছিল মানসিক স্বাস্থ্যসেবার অগ্রগতিতে একটি মাইলফলক।
দেশে মানসিক স্বাস্থ্য নিয়ে গবেষণার ক্ষেত্র প্রসারিত করাসহ এ বিষয়ে জনগণকে সচেতন করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে উল্লেখ করে আরও বলেন, মানসিক রোগবিশেষজ্ঞসহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২০’ এর সার্বিক সাফল্য কামনা করেন।
সূত্রঃ দৈনিক শিক্ষা
ম্যারাথন লড়াইয়ে জিতে নাদালের সামনে জোকোভিচ
সরাসরি সেটে হারের দ্বারপ্রান্ত থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালেন স্তেফানোস সিৎসিপাস। কাঁপন ধরালেন নোভাক জোকোভিচের বুকে। শেষ সেটে অবশ্য আর লড়াই করতে পারেননি গ্রিক তারকা। পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ে জিতে ফরাসি ওপেনের ফাইনালে উঠেছেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়। প্যারিসের রোলাঁ গারোঁয় শুক্রবার পুরুষ এককের দ্বিতীয় সেমি-ফাইনালে ৬-৩, ৬-২, ৫-৭, ৪-৬, ৬-১ গেমে জেতেন জোকোভিচ। ফাইনালে তার প্রতিপক্ষ প্রতিযোগিতাটিতে রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল।
আগামী রোববার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে নবমবারের মতো মুখোমুখি হবে জোকোভিচ ও নাদাল। এবার কারো এগিয়ে যাওয়ার পালা, আগের আট ফাইনালে তারা জিতেছেন চারবার করে।
প্রথম দুই সেট জয়ের পর তৃতীয় সেটে ৫-৪ গেমে এগিয়ে ম্যাচ নিশ্চিত করার খুব কাছে পৌঁছে গিয়েছিলেন জোকোভিচ। খাদের কিনারা থেকে টানা তিন গেম জিতে লড়াইয়ে ফেরেন সিৎসিপাস। হার না মানা মানসিকতা আর প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে জিতে নেন চতুর্থ সেটও।
পঞ্চম সেটে ভুগতে দেখা যায় ক্লান্ত হয়ে পড়া ২২ বছর বয়সী এই খেলোয়াড়কে। শুরুর ছন্দে ফিরে চার ঘণ্টার একটু বেশি সময়ের লড়াইয়ে জিতে ফাইনালের টিকেট নিশ্চিত করলেন সার্বিয়ান তারকা।
ম্যাচ শেষে জোকোভিচের কথায়ও ফুটে ওঠে সিৎসিপাসের শেষের ক্লান্তির কথা।
“স্তেফানোস দারুণ এক খেলোয়াড়। তবে চার ঘণ্টার পর সে ক্লান্ত হয়ে পড়েছিল। এমন ম্যাচ খেলার জন্য তার প্রশংসা প্রাপ্য।”
চলতি বছরের অপরাজেয় পথচলা বজায় রইলো জোকোভিচের। তবে ২০১৬ সালে ফরাসি ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করা এই তারকা গত ইউএস ওপেনে শেষ ষোলোর ম্যাচে দুর্ঘটনাক্রমে লাইন জাজকে বল দিয়ে আঘাত করে ডিসকোয়ালিফাইড হয়েছিলেন।
শেষ চারে দিনের প্রথম ম্যাচে আর্জেন্টিনার দিয়েগো শয়ার্টসমানকে ৬-৩, ৬-৩, ৭-৬ (৭-০) গেমে হারান নাদাল। রোলাঁ গারোঁয় হারের রেকর্ড নেই তার; জিতেছেন আগের ১২ ফাইনালের প্রতিটিতেই।
ক্লে কোর্টের রাজার সামনে ফাইনালে আধিপত্য ধরে রাখার চ্যালেঞ্জ। জোকোভিচের লক্ষ্য নাদালের আধিপত্য ভেঙে দ্বিতীয়বার মুকুটটি মাথায় তোলার।
মুখোমুখি লড়াইয়ে অবশ্য কিছুটা এগিয়ে আছেন জোকোভিচ। ৫৫ বারের দেখায় ২৯ বার জিতেছেন তিনি। সব প্রতিযোগিতা মিলে ফাইনালে দুজনের দেখা হয়েছে ২৬ বার; সেখানেও ১৫ জয় নিয়ে এগিয়ে জোকোভিচ।
তবে গ্র্যান্ড স্ল্যামে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে পুরুষ এককে দ্বিতীয় সর্বোচ্চ ১৯টি মেজর জেতা নাদাল; ১৫ বারের দেখায় ৯ বার জিতেছেন তিনি। জয়ের সংখ্যাটাকে এবার দুই অঙ্কে নিতে পারলেই পুরুষ এককে রেকর্ড ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ী রজার ফেদেরারের পাশে বসবেন ৩৪ বছর বয়সী নাদাল।
নাদালের বিপক্ষে শিরোপা লড়াই কতটা কঠিন হবে, জানেন জোকোভিচ। তবে প্রেরণার কোনো কমতি নেই তার, জানালেন ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়।
“এটা রাফার রাজত্ব। কারণ সে এখানে অনেকবার জিতেছে। আমাকে সেরা টেনিস খেলতে হবে। কারণ রোলাঁ গারোঁয় রাফার বিপক্ষে খেলাটাই হয়তো সর্বোচ্চ পর্যায়ের চ্যালেঞ্জ। ”
সূত্রঃ bdnews24.com
চাকরির খবর!
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর (DGHS), পদ সংখ্যাঃ ৩৫ টি।
Source: Online
Date of the Circular: 08/10/2020
Last Date of Application: 11/11/2020
Company Name : Directorate General of Health Services (DGHS)
Website : http://www.dghs.gov.bd/index.php/
Facebook Page
Total Post : 35
করোনায় আক্রান্ত তাহসান খান!
করোনায় আক্রান্ত হয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। বর্তমানে শারীরিকভাবে অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার শোনা যাচ্ছিল করোনায় আক্রান্ত হয়েছেন তাহসান। তবে এ বিষয়ে তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যাচ্ছিল না। গতকাল বিকেলে সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় নিজের স্বাস্থ্য নিয়ে বর্তমান অবস্থার কথা তুলে ধরেন তাহসান।
তিনি বলেন, আমার অসুস্থতার খবরে অনেকেই বিচলিত হয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু সবাইকে ব্যক্তিগতভাবে খবর জানানো আমার জন্য কঠিন। অভিনেত্রী তানজিন তিশার করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ামাত্রই আমি আইসোলেশনে আছি। গত সপ্তাহে মুস্তাফা কামাল রাজের পরিচালনায় ‘মানি মেশিন’-এর শুটিংয়ে তিশা ছিলেন আমার সহ-অভিনেত্রী। সামান্য কিছু উপসর্গ দেখা দেওয়ায় আমি করোনা পরীক্ষা করি। এরপরই জানতে পারি, আমিও করোনা পজিটিভ। এই মুহূর্তে আমার শরীরে জ্বর নেই, হালকা দুর্বলতা ছাড়া অন্য কোনো উপসর্গও নেই।
সূত্রঃ সমকাল