করোনায় আজও মৃত্যুহীন দেশ, নতুন শনাক্ত ৭১

0
301
Spread the love

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একই সময় করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে আরও ৭১ জন শনাক্ত হয়েছেন। ৭১ জনের মধ্যে ৬৮ জনই ঢাকা জেলার বাসিন্দা। এর বাইরে কক্সবাজারে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্য দিয়ে দুই মাসের বেশি সময় পর একদিনে ৭০ জনের বেশি করোনা রোগী শনাক্ত হল। এর আগে গত ১ এপ্রিল ৮১ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ৬ হাজার ২২৫টি নমুনা পরীক্ষা করে ৭১ জন রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার অনুপাতে এসময় করোনা শনাক্তের হার ছিল ১ দশমিক ১৪ শতাংশ।

এ নিয়ে এখন পর্যন্ত করোনা শনাক্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৬ হাজার ৬ জন। করোনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৯ হাজার ১৩১ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১০ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ১৭৫ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কারো মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে গত ৩০ মে সর্বশেষ করোনায় ১ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে ২৩ মে করোনায় ২ জনের মৃত্যু হয়েছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে