চিকিৎসা না পেয়ে গর্ভবতীর মৃত্যু, পর্তুগালে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

0
263
Spread the love

অসুস্থ হয়ে পড়া এক অন্তঃসত্ত্বা পর্যটক নারী চিকিৎসার অভাবে মারা যাওয়ায় পদত্যাগ করেছেন পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার মার্তা টেমিডো। জানা গেছে, ৩৪ বছর বয়সী ওই ভারতীয় নারী পর্যটককে লিসবনের একটি হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তর করার সময় হার্ট অ্যাটাকে মারা যান। খবর বিবিসির

ওই নারীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেন পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রী। এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, টেমিডো বুঝতে পেরেছেন যে তার আর এই পদে থাকার কোনো অবস্থা নেই।

এ ঘটনায় পর্তুগিজ ডাক্তার সমিতির প্রধান মিগুয়েল গুইমারেস বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী টেমিডো পদত্যাগ করেছেন কারণ বর্তমান সংকট সমাধানের কোনো উপায় আর তার সামনে ছিল না।

উল্লেখ্য, লিসবনের সান্তা মারিয়া হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তর করার সময় গর্ভবতী ওই নারী পর্যটক মারা যান। কারণ এই হাসপাতালের নবজাতক ইউনিটে কোনো জায়গা ফাঁকা ছিল না। অথচ সান্তা মারিয়া হাসপাতাল পর্তুগালের অন্যতম বৃহত্তম চিকিৎসাকেন্দ্র।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে