ঢাকা, ০২ সেপ্টেম্বর ২০২৫ – ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে, যার লক্ষ্য হলো সোনালী লাইফ-এর কর্মকর্তা-কর্মচারী ও সম্মানিত গ্রাহকদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদান।
চুক্তি অনুযায়ী, যোগ্য সদস্যরা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে বহির্বিভাগের পরামর্শ ফি, অন্তর্বিভাগের সেবা এবং প্যাথলজি পরীক্ষাসহ নানাবিধ সেবায় ১০% থেকে ২৫% পর্যন্ত বিশেষ ছাড় পাবেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ডা. এম. ইয়াছিন আলী এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রফিকুল ইসলাম, যাঁরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মিস নুরেন দুরদানা এপা এবং ম্যানেজার (কাস্টমার সার্ভিস) মো. নুরনবী জিন্নাত রনি। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে উপস্থিত ছিলেন মো. আবদুল হান্নান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও, মো. মনজুর মোরশেদ, চিফ অপারেটিং অফিসার (সিওও), এবং মো. কাওসার আহমেদ রাসেল, সিনিয়র ম্যানেজার (ডিএডি), এছাড়াও দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই কৌশলগত সহযোগিতা সোনালী লাইফ-এর কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও তাঁদের পরিবারের জন্য স্বল্পমূল্যে উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে, যা কমিউনিটির সার্বিক কল্যাণে উভয় প্রতিষ্ঠানের যৌথ প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করবে।