বিকেলে মাঠে নামছে মুশফিক-তামিমরা

0
688
Spread the love

জিম্বাবুয়ে সফরে ভ্রমণ ক্লান্তিটা তো থাকেই। কারণ দোহা ট্রানজিট হয়ে জোহানেসবার্গ থেকে আফ্রিকার এই দেশটিতে পৌঁছতে প্রায় একদিন চলে যায়! অবশ্য স্বস্তির খবর করোনাকালে দেশটিতে পা দিয়ে কোয়ারেন্টাইন নামের যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হচ্ছে না বাংলাদেশের ক্রিকেটারদের। কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হারারেতে পৌঁছে একদিন বিশ্রাম নিলেন মুশফিকুর রহিম আর তামিম ইকবালরা। স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে দেশটিতে পা দিয়ে অবশ্য করাতে হয়েছে করোনা টেস্ট। যেখানে ক্রিকেটার থেকে কোচিং স্টাফ-কর্মকর্তা পুরো দলের সবাই করোনা টেস্টে নেগেটিভ।

বুধবার পুরোটা দিন ক্রিকেটাররা হারারের হোটেলেই বিশ্রামে কাটালেন। তবে এবার মাঠে নামার পালা। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল থেকে শুরু হবে টেস্ট লড়াইয়ের জন্য প্রস্তুতি। অনুশীলনে নেমে পড়বেন ক্রিকেটাররা। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ৭ জুলাই শুরু সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি। তার আগে করোনা শঙ্কা কাটিয়ে মাঠে নামতে পারছে দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘দলের সাপোর্ট স্টাফ ও কোচরাসহ সকল সদস্য কোভিড নেগেটিভ হয়েছেন। আজ (বৃহস্পতিবার) বিকেল থেকে শুরু হবে অনুশীলন।’

তার আগে বুধবার অবশ্য কোচিং স্টাফরা বেশ আনন্দেই সময় কাটিয়েছেন। দলের সঙ্গে যোগ দিয়েছেন সদ্য নিয়োগ প্রাপ্ত দুই কোচ রঙ্গনা হেরাথ ও অ্যাশওয়েল প্রিন্স। স্পিন কোচ হেরাথ দোহা থেকেই সঙ্গী হয়েছেন মুশফিকুর রহিমদের। দক্ষিণ আফ্রিকান প্রিন্স জোহানেসবার্গ থেকে তামিম ইকবালদের সঙ্গে যোগ দিয়েছেন।

এরইমধ্যে সাকিব আল হাসানের যুক্তরাষ্ট্র থেকে হারারেতে চলে আসার কথা। আজ বৃহস্পতিবার অনুশীলনের প্রথম দিন থেকেই দলের সঙ্গে থাকবেন এই অলরাউন্ডার। ভিসা জটিলতা কাটিয়ে সাদমান ইসলামেরও যোগ দেওয়ার কথা। সব মিলিয়ে টেস্টের আগে প্রস্তুতি নিতে বেশ কয়েকদিন সময় পাচ্ছে মুমিনুল হকের দল।

এবার প্রায় ৮ বছর পর জিম্বাবুয়ে সফরে গেল বাংলাদেশ দল। তিন ফরম্যাটে খেলতে খেলতে পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামবে টাইগাররা। ৩ ও ৪ জুলাই দুই দিনের প্রস্তুতি ম্যাচও খেলবেন তামিমরা। তারপর ৭ জুলাই দুই দলের একমাত্র টেস্ট শুরু। ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ম্যাচ। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে দেশে ফিরবে টাইগাররা।

টেস্ট দল-

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন চৌধুরী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে