ভারতে বাড়ছে করোনা, একদিনে আক্রান্ত ২০ হাজার

ভারতে পরপর তিনদিন করোনা সংক্রমণের সংখ্যা ২০ হাজারের গণ্ডি ছাড়াল। পাল্লা দিয়ে বেড়ে চলেছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪৪ জন।

সংক্রমণের পাশাপাশি গত কয়েকদিনের মতো এদিনও লাফিয়ে বাড়ল অ্যাকটিভ কেস। বর্তমানে দেশের সক্রিয় রোগী বেড়ে হয়েছে ১ লাখ ৪০ হাজার ৭৬০। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার বেড়ে হয়েছে ০.৩২ শতাংশ। এছাড়া একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৬ জন। দেশে এখন পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লাখ ২৫ হাজার ৬৬০ জন।

তবে এসবের মাঝে লড়াইয়ে শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ভারতে ৪ কোটি ৩০ লাখ ৬৩ হাজার ৬৫১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৮ হাজার ৩০১ জন। সুস্থতার হার ৯৮.৪৮ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *