ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্বাক্ষর

ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল (ডিসিপিএইচ) ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠান

তারিখ: ২৯ ডিসেম্বর ২০২৫
২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল (ডিসিপিএইচ) ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেবার উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত।

এই সহযোগিতার মাধ্যমে শাহজালাল ইসলামী ব্যাংক এর এমপ্লয়ি ও কার্ড হোল্ডারগণ ডিসিপিএইচ-এর বিশেষায়িত ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেবা গ্রহণের সুযোগ পাবেন, যা মানসম্পন্ন ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।

চুক্তিতে স্বাক্ষর করেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর ভিপি অ্যান্ড কার্ড ডিভিশন প্রধান মোঃ রিয়াদ হোসেন এবং ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল-এর চেয়ারম্যান ডা. এম ইয়াছিন আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর এভিপি, কার্ড ডিভিশন মোহাম্মদ সাইফুল ইসলাম এবং এফইও, কার্ড ডিভিশন মোঃ রাইসুল ইসলাম রাজিব, এছাড়াও ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল-এর জেনারেল ম্যানেজার মি. নুরুল ইসলাম এবং ম্যানেজার, কাস্টোমার সার্ভিস মোঃ নুরনবী জিন্নাত উপস্থিত ছিলেন।

এই অংশীদারিত্বের লক্ষ্য হলো পারস্পরিক সহযোগিতা, উদ্ভাবন ও মানসম্মত পুনর্বাসন সেবার মাধ্যমে একটি সুস্থ সমাজ গঠন করা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *