দেশে এ মুহূর্তে আরও ১ লাখ নার্স প্রয়োজন : স্বাস্থ্যমন্ত্রী

0
338
Spread the love

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‌‘বিশ্বের বেশকিছু উন্নত দেশ থেকে আমাদের কাছে এ মুহূর্তে হাজার হাজার প্রশিক্ষিত নার্স চাওয়া হচ্ছে। চিকিৎসক সংখ্যা অনুপাতে দেশেও এ মুহূর্তে আরও অন্তত ১ লাখ নার্স নিয়োগ দেওয়া প্রয়োজন। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি পেশায় জড়িতদের জন্য আগামীতে দেশে ও বিদেশে কাজের অপার সম্ভাবনা তৈরি হচ্ছে।’

আজ শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁও কলেজে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

পরীক্ষা পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় অনেকটা স্বস্তিদায়ক অবস্থা তৈরি হয়েছে। করোনাকে আমরা শূন্যের কোটায় নামাতে চাই। এ জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্ব দিতে হবে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে