আগামী ৮ নভেম্বর ২০২৫ থেকে রাজধানীর তেজগাঁওস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি’র অডিটরিয়ামে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ন্যাশনাল হেড, নেক অ্যান্ড থাইরয়েড কংগ্রেস ২০২৫।
৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলা এই বৈজ্ঞানিক কংগ্রেসের মূল লক্ষ্য হলো মাথা, ঘাড় ও থাইরয়েড ক্যান্সারের আধুনিক চিকিৎসা ও গবেষণায় বৈশ্বিক সহযোগিতা ও জ্ঞান বিনিময়কে আরও এগিয়ে নেওয়া।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞদের অংশগ্রহণে এ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছেন বিশ্ববিখ্যাত সার্জন ডা. জাটিন পি. শাহ ও ডা. আশোক আর. শাহা (মেমোরিয়াল স্লোন-কেটেরিং ক্যান্সার সেন্টার, যুক্তরাষ্ট্র) এবং ডা. ফারুক রিফাত, ইএনটি ও হেড-নেক সার্জন ও অ্যাসোসিয়েট প্রফেসর, ইউনিভার্সিটি অব সিডনি।
এছাড়াও ভারতের টাটা মেমোরিয়াল সেন্টার, অ্যাকট্রেক ও এশিয়ান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসসহ শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের বিশিষ্ট বিশেষজ্ঞদের মধ্যে থাকবেন প্রফেসর ডা. সুমিত গুজরাল, ডা. সেসাল থম্মাচান কেইনিচাল, ডা. আসাওয়ারি পাটিল, ডা. সিদ্ধার্থ শাহ, ডা. রাথান শেঠি, ডা. রবি শঙ্কর, প্রফেসর ডা. সুমন কুমার, ডা. সায়াক চৌধুরী, এবং রুকমাঙ্গাথন টিএম।
এই আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজনে নেতৃত্ব দিচ্ছেন প্রফেসর ডা. মো. হাসান জাফর, চেয়ারম্যান, অর্গানাইজিং কমিটি ও পরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি।
বিশ্বখ্যাত বিশেষজ্ঞদের অংশগ্রহণে এ সম্মেলনটি চিকিৎসক, সার্জন, গবেষক ও স্বাস্থ্যসেবার পেশাজীবীদের জন্য এক অনন্য জ্ঞানবিনিময় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এতে ক্যান্সার চিকিৎসায় আধুনিক সার্জিক্যাল টেকনিক, ডায়াগনস্টিক উদ্ভাবন এবং বহুমাত্রিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে।
বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা ও গবেষণায় অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচন করবে ন্যাশনাল হেড, নেক অ্যান্ড থাইরয়েড কংগ্রেস ২০২৫।


